• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে রাতে দেশ ছাড়ছে জুনিয়র টাইগাররা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪  

গত বছরের শেষদিকে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এই শিরোপা নতুন বছরে দলটিকে নিয়ে আশা বাড়িয়ে দিয়েছে আরও। এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মাহফুজুর রহমান রাব্বির দল। মহাদেশসেরা হওয়া দলকে নিয়ে শিরোপার স্বপ্ন বুনছে দেশের ক্রিকেটভক্তরা।

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে যুব বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকার মাটিতে হবে এবারের আসর। বিশ্বকাপে অংশ নিতে আজ রোববার (৭ জানুয়ারি) মধ্যরাতে উড়াল দিবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। রাত ১টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে জুনিয়র টাইগাররা।

দক্ষিণ আফ্রিকায় পা রেখে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে প্রস্তুতি ম্যাচ দিয়ে। তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে রাব্বির দল। এরপর ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে যুবারা।

টুর্নামেন্টে এ গ্রুপে আছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে এই গ্রুপে আছে ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে বিশ্বকাপ শুরু করার দুইদিন পর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে জুনিয়র টাইগাররা।

দক্ষিণ আফ্রিকায় পাঁচটি ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। সব মিলিয়ে ৪১ টি ম্যাচ খেলা হবে। টুর্নামেন্টের ফাইনাল গড়াবে আগামী ১১ ফেব্রুয়ারি।

২০২০ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সে দলের বেশ কয়েকজন এখন জাতীয় দলের হয়ে মাঠ মাতাচ্ছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর