• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে জাল রুপিসহ আটক ৬

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া এলাকা থেকে ২ হাজার ভারতীয় জাল রুপিসহ ৬  প্রতারককে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

 

গতকাল ২৯ নভেম্বর শনিবার তাদের আটক করে আজ রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।

 

আটককৃত হল, লাউচাপড়া এলাকার মৃত সহিজ উদ্দিনের ছেলে মোঃ সুমন মিয়া (৩২), মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ পাভেল ওরফে পাবলে (২৪), মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ ফরহাদ মিয়া (২৪), মোঃ দুদু মিয়ার ছেলে মোঃ আবেদ আলী (২২), মালিরচর জিগাতলার মোঃ আলম মিয়ার ছেলে উসমান গনি (৩২) ও মেষেরচর নামাপাড়ার মৃত আক্কাছ আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৮)।

 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, গত  ২৮ নভেম্বর শনিবার বিকাল পৌনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার এসআই রাজু আহাম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বকশীগঞ্জ থানাধীন লাউচাপাড়া এলাকার জনৈক শাহ আলম, পিতা-গয়া শেখ এর বসত বাড়ীর বাহির আঙ্গিনায় অভিযান পরিচালনা করে ভারতীয় জাল রুপি ক্রয়-বিক্রয় কালে আসামীদের গ্রেফতার করা হয়। 

 

এসময় গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন মিয়ার পরিহিত ট্রাউজার এর ডান পকেট হইতে ০৪ (চার) টি ২,০০০/-(দুই হাজার) রুপি মূলের ভারতীয় জাল রুপি উদ্ধার করেন।

 

তিনি আরও জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-অ(ই)/ ২৫-উ ভারতীয় জাল রুপি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে তাদের আটক করা হয়।

 

আজ রবিবার দুপুরে তাদেরসহ মাদক মামলার ১ জন ও ওয়ারেন্টভূক্ত ৩, মোট ১০ আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর