• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেহেরপুরে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩  

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ আজ সোমবার দুপুরে হেরোইন সংরক্ষণ প্রমাণীত হওয়াতে তাজুল ইসলাম তাজু নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদ-াদেশ দিয়েছেন। দ-িত যুবক মেহেরপুর জেলা শহরের ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য জানান- ২০১৯ সালের ২ সেপ্টেম্বর গোপন সূত্রের খবরে মেহেরপুর জেলা গোয়েন্দা বিভাগের একটি দল তাজুল ইসলামকে তার বাড়ির সামনে থেকে আটক করে ৮০ গ্রাম হেরোইন সহ।  তাজুল ইসলাম তাজু এবং একই মহল্লার আলফাজ হোসেনের নামে মেহেরপুর সদর থানায়  মামলা দায়ের করে। যার মামলা নং-৪। জি আর কেস নং-২৭৮/২০১৯। সেশন কেস নং-১২৬/২০২১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।
আটজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদানে তাজুল ইসলাম তাজু দোষী প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক উল্লেখিত আদেশ দেন। মামলার অপর আসামি আলফাজ হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য। এবং আসামী পক্ষে এহান উদ্দিন মনা কৌশলী ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর