• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

১২ লাখ টাকাসহ কষ্টিপাথর কেনাবেচা সিন্ডিকেটের ৬ সদস্য আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

চুয়াডাঙ্গায় কষ্টিপাথর কেনাবেচা সিন্ডিকেটের ৬ সদস্যকে ১২ লাখ টাকা, একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোবাইলসহ আটক করা হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে দর্শনা থানায় মামলাসহ আটককৃত‌দের‌কে সোপর্দ করা হ‌য়ে‌ছে। দর্শনার আঞ্চলিক সড়কের এক‌টি মাঠ থেকে মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়। চুয়াডাঙ্গা বিজিবি-৬ পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুরের তরিকুল ইসলাম, কুষ্টিয়া সদরের কামরুজ্জামান লিটন, ফরিদ হোসেন, শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলার শৈলকুপার মনির হোসেন ও ফেনি জেলার রতন সাহা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির টহলদলের কমান্ডার মন্টু জানান, গোপন সংবাদ পেয়ে তাদেরকে দর্শনা থানার দোস্তগ্রাম-জয়রামপুর গ্রামের আঞ্চ‌লিক সড়কের মাঝামাঝি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে অন্য কোনো মালামাল না পাওয়া গে‌লেও নগদ ১২ লাখ টাকা ৬টি মোবাইল ও মাইক্রোবাসসহ ৬ জনকে মঙ্গলবার রাত ৯টার দিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, আটককৃতদের বিরুদ্ধে কষ্টিপাথরের মূর্তি কেনার অভিযোগ পাওয়া গেলেও গাড়িতে টাকা ছাড়া অবৈধ কিছু পাওয়া যায়নি। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, আটককৃতদের কাছে নগদ ১২ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন পাওয়া গেছে। তাদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর