• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

চট্টগ্রামে তিন সেমাই কারখানায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

নোংরা পরিবেশে সেমাই প্রস্তুতসহ নানা অভিযোগে চট্টগ্রামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে নগরীর বাকলিয়া এলাকার রাজাখালীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। সংশ্লিষ্টরা জানান, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে আর জে সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা, আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হোসেন ফুডস কোম্পানিকে একই অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর