• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীতে গোসল করার সময় বজ্রপাতে শাহেদ নামে এক কিশোরে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৪টার দিকে চরবাউশিয়া বড়কান্দি গ্রামসংলগ্ন গোমতী নদীতে এ ঘটনা ঘটে। শাহেদ (১৪) গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার ৪টার দিকে চরবাউশিয়া বড়কান্দি গ্রামসংলগ্ন গোমতী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় শাহেদ। এ সময় হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মারা যায় শাহেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে তাদের হাসপাতালে শাহেদকে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার সততা নিশ্চিত করে গজারিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আজাদ রহমান বলেন, বিষয়টি আমরা অবগত রয়েছি, নিহতের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের দাবির পরিপেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর