• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে দূর্গোৎসব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

আনন্দঘন পরিবেশে জেলার ৪৩টি পুজামন্ডপে শারদীয় দূর্গোৎসব উদযাপিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। মন্ডপে-মন্ডপে চলছে সপ্তমীর নানা আচার অনুষ্ঠান।
শাস্ত্রমতে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে(ষোল উপাদানে) দেবীর পূজা হয়। সকালে ত্রিনয়নী দেবীদুর্গার চক্ষুদানের মধ্যে দিয়ে মায়ের পুজা শুরু হয়।
একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। এ সময় পূজারীরা প্রতিমার সামনে বসে মায়ের মুখ দর্শন করবেন।
এছাড়াও দিনব্যাপী চন্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলবে বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে(বাসস) জানিয়েছেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার।  
শুক্রবার দুর্গাপূজা শুরু হলেও মহালয়ার দিন থেকেই মুলত দূর্গা দেবী আসার ঘণ্টা বেজে যায়। সনাতন ধর্ম মতে, যা কিছু দুঃখ-কষ্টের বিষয়, যেমন–বাঁধাবিঘœ, ভয়, দুঃখ-শোক, জ্বালা-যন্ত্রণা এসব থেকে ভক্তকে রক্ষা করেন দেবীদুর্গা।
শারদীয় দূর্গোৎসব আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শান্তিপুর্ণভাবে সমাপ্ত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা টিম গঠন করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর