• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইভিএমে সুষ্ঠু নির্বাচন সম্ভব: প্রধান নির্বাচন কমিশনার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

আসন্ন ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমেই সুষ্ঠু ভোট সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।  

মঙ্গলবার বিকেলে রাজধানী বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ইভিএম প্রদর্শনী ও ভোটারদের প্রশিক্ষণ দান কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন। 

 

তিনি বলেন, আগে জালভোট, ব্যালট ছিনতাই হতো। ইভিএম এ ভোট হলে সেই সুযোগ থাকবে না। মানুষ যার যার ভোট সে দিতে পারবে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে ইভিএম’র গুরুত্ব রয়েছে।

 

এর আগে নির্বাচন কমিশনে বেলা ১১টায় কমিশন সভা হয়। সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ইভিএম এ জালিয়াতির কোনো সুযোগ নেই।

 

তিনি বলেন, যদি কারো আঙুল না থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যক্তি ভোটগ্রহণ কর্মকর্তারার মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ধরনের ঘটনায় মাত্র ১ শতাংশ ভোটারদের সনাক্ত করতে পারবেন ভোটগ্রহণ কর্মকর্তা। ১ শতাংশের বেশির প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। আরো বেশি লাগলে কমিশনের অনুমতি লাগবে। পরবর্তীতে চাইলে এ ইভিএমের তথ্য জানা যাবে। 

 

মো. আলমগীর আরো বলেন, ভোটের তথ্য আমাদের কাছে ডিজিটালি সংরক্ষণ করা থাকে। মামলা করারও সুযোগ রয়েছে। কেউ ইচ্ছা করলে এ নিয়ে আদালতেও যেতে পারেন। কেউ মামলা করলে আমরা তথ্য দেখাতে পারব। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর