• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। ৬ অক্টোবর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, স্থানীয় এমপির প্রতিনিধি মোস্তাকিম বিল্লাহ শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আহসান হাবীব, কৃষি কর্মকর্তা পরেশচন্দ্র সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, মডেল থানার ওসি তদন্ত আনছার উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

বক্তারা, জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিশু জন্মের পরপরই জন্মনিবন্ধন নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর