• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জ-সারিয়াকান্দি ফেরি যোগাযোগ ব্যবস্থা চালু করতে মতবিনিময়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১  

মাদারগঞ্জ সারিয়াকান্দি ফেরি যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য ২১ নভেম্বর বিকালে মাদারগঞ্জ উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিআইডবিøওটিএ আয়োজিত ইনস্টিটিউট অব ওয়াাটার মডেলিং কর্তৃক এই সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিসিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, বালিজুডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইত্রাজুল ইসলাম মহির, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর টীম লিডার সৈয়দ মনোয়ার হোসেন পরিচালক রুবাইদ আলম, সিনিয়র স্পেশালিস্ট ফারহান আকতার কামাল, পানি বিশেষজ্ঞ শফিকুজ্জামান শফিক মাইনুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিশেষজ্ঞ মহি উদ্দিন পাটোয়ারী।

মতবিনিময় সভায় মাদারগঞ্জ ও সারিয়াকান্দি উপজেলার সরাসরি নৌ যোগাযোগ ও নদী খননের ব্যাপারে বিস্তারিত অলোচনা হয়। মতবিনিময়ে মাদারগঞ্জের জামথল ঘাটের বিকল্প হিসাবে শনপচা ঘাট থেকে সারিয়াকান্দির দেবডাঙ্গা ঘাটে নৌপথ ও ঘাট নির্মানে সম্ভাবনা যাচাই করা হয়। এই পথ ব্যবহার করলে বর্ষা ও শুস্ক মৌসুমে ফেরি চলাচল করতে পারবে। এবং বালিচরগুলো ডেজিং করলে অল্প সময়ে নৌপথ চালু করা যাবে।

বিশেষজ্ঞগণ জানান, এই পথ চালু হলে উওরাঞ্চলের সাথে রাজধানীর ১০৮ কিলোমিটার পথ সাশ্রয় হবে। এবং প্রায় ৩ ঘণ্টা সময় বাঁচবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর