• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে ২৭৫ বস্তা সারসহ বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক জব্দ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২  

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৯ সেপ্টেম্বর ভোররাতে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা ২৭৫ বস্তা রাসায়নিক সার ও বিপুল পরিমাণ কীটনাশক জব্দ করেছে মাদারগঞ্জ উপজেলা সার মনিটরিং কমিটি।

মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম জানান, ৯ সেপ্টেম্বর ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হকের নেতৃত্বে এই অভিযানে চরপাকেরদহ ইউনিয়নের গোলারমোড় এলাকার সুলাইমান হোসেনের দোকান থেকে সার ও কীটনাশক জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে সারের মজুদদার সোলাইমান হোসন পালিয়ে যান।

জব্দ করা সারের মধ্যে ১২৫ বস্তা ইউরিয়া, ১২৬ বস্তা ডিএপি, ১২ বস্তা এমওপি ও ১২ বস্তা টিএসপি সারসহ বিপুল পরিমাণ অবৈধ কীটনাশক রয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হক ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান, অভিযুক্ত সোলাইমান হোসেন মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি বিভিন্ন জায়গা থেকে সার মজুদ করে রাতের আঁধারে বগুড়ার সারিয়াকান্দিতে বেশি দাম দিয়ে সার বিক্রির জন্য পাচার করতো। অভিযুক্ত সোলাইমান হোসেনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর