• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ইউএনও’র প্রেসব্রিফিং

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

জামালপুরের দেওয়ানগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেছেন।

৮ নভেম্বর বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রেসব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক নির্দেশনায় প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবনী ও সেবা তৈরির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রা ২০৩০ খ্রিস্টাব্দের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের মডেল রাষ্ট্র ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে সহজ, সমৃদ্ধ এবং স্মার্টকরে গড়ে তুলে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা প্রকাশে দেশব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন করা হয়েছে।

মেলায় প্যাভিলিয়ন-১ (উদ্যোগ এবং স্টার্টআপ), প্যাভিলিয়ন-২ (ডিজিটাল সেবা), প্যাভিলিয়ন-৩ (হাতের মুঠোয় সেবা), প্যাভিলিয়ন-৪ (শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান) এর অন্তর্ভুক্ত সরকারি-বেসরকারী দপ্তরসমূহ ডিজিটাল সেন্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ তাদের সেবা ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলা ৯ নভেম্বর দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।

মেলায় বিভিন্ন উদ্ভাবনীমূলক কার্যক্রম, অনলাইনে জাতীয় কুইজ প্রতিযোগিতা, সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক, ই-কমার্স উদ্যোক্তা, শিক্ষার্থী, সুশীল সমাজ সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান করেন।

এসময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মন্ডল, কোষাধ্যক্ষ রশিদুল আলম শিকদার, সদস্য মোস্তাফিজুর রহমান বকুল প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর