• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে শিক্ষার্থীদের সততা শেখাতে সততা স্টোর উদ্বোধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা । বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা পণ্যে দাম লেখা থাকবে। তবে এখানে কোনো বিক্রেতা থাকবে না। যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্সে দাম দিয়ে যাবে। এসব শিশুই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।    

বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা ও সততা চর্চা শেখাতে জামালপুরের ইসলামপুরে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে উপজেলার উপজেলার গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ে এ স্টোর উদ্বোধন করা হয়।
বিক্রেতা বিহীন দোকান সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমান, বিশেষ অতিথি হিসাবে দুদকের সম্বনিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক অনিক বড়ুয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, সদস্য ওসমান হারুনী, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতিসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকে সৎ পথে চলার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা । বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ নানা পণ্যে দাম লেখা থাকবে। তবে এখানে কোনো বিক্রেতা থাকবে না। যে যার প্রয়োজনমতো পণ্যটি নিয়ে নিজ দায়িত্বে নির্ধারিত বক্সে দাম দিয়ে যাবে। এসব শিশুই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।  
                                  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর