• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে সিন্ডিকেট কারসাজির কবলে ভূট্টাচাষী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ মে ২০২৩  

জামালপুরের দেওয়ানগঞ্জে মধ্যস্বত্ত ভোগী একটি সিন্ডিকেটের কবলে ভূট্টাচাষীদের নাকাল অবস্থা। এরা নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে নিজেদের মতো করে ভূট্টার দাম নির্ধারন করেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভ্্ূট্টা চাষীরা। গতবার প্রতি মণ ভ্্ূট্টা বেচা কেনা হয়েছে ১২-১৩শ টাকা মণ, কোথাও তারও বেশি। আর এবার প্রতি মণ ভ্্ূট্টা ব্যবসায়ীরা কিনছে ৭-৮শ টাকা মণ। গত ১ মাসে রহস্যজনক ভাবে উঠানামা করেছে ভ্্ূট্টার বাজার। কখনো ৭-৮শ টাকা মণ, কখনো ৯শ থেকে ১ হাজার টাকা মণ। চলতি সপ্তাহে দাম কিছুটা বেড়ে ফের কমতে শুরু করেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে একটি পৌরসভা সহ আট ইউনিয়নে ভ্্ূট্টা চাষের লক্ষমাত্রা ছিল ৫ হাজার ৩শ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৬ হাজার ৭৭০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে গড় ফলন ১২/১৩ মেন্ট্রিক টন। বাহাদুরাবাদ ইউনিয়নের ভ্্ূট্টা চাষী বাচ্চাগেল্লা, আকা মিয়া, আবু সাইদ, দুলু, খুদি সহ অন্যান্যরা জানান, এবার আবাদে খরচ বেশি হয়েছে, ফলন কম এবং দামও অর্ধেক নেমেছে। ধান, আখ সহ অন্যান্য ফসলে খরচ বেশি, রোগ বালাইয়ের আক্রমন থাকে। সে জন্য কৃষকরা গত ক’বছর ধরে ঝুকে পড়েছে ভ্্ূট্টা চাষে। গতবার খরচ কম, ফলন ভালো হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় এবারে ভ্্ূট্টা চাষ বৃদ্ধি পেয়েছে। কিন্তু একটি সিন্ডিকেটের কারসাজিতে ভ্্ূট্টার দাম কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ভ্্ূট্টা চাষীরা। তাদের দাবি ভ্্ূট্টার মূল্য সরকারি ভাবে নির্ধারন, সংরক্ষন ব্যবস্থা করা, সরকারি ভাবে ক্রয় এবং চাষীদের ভর্তুকি দেওয়া।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর