• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে মাদকবিরোধী গণসচেতনামূলক সভা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ জুন ২০২৩  

‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো। মাদককে না বলুন।’ মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, মাদক নির্মূলে সমন্বিত কর্মপরিকল্পনার বাস্তবায়নে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ জুন দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানি দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেক মাহমুদ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাকের আহম্মেদ চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ, জাতীয় যক্ষা নিরোধ সমিতির (নাটাব) সভাপতি ও সাংবাদিক তানভীর আহমেদ হীরা প্রমুখ।

এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে এবং সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। সেই সাথে প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। তার ধারাবাহিকতায় দেশের সকলকে এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশের স্বার্থে, মাদকমুক্ত দেশ গড়ার বিকল্প নেই। তাই এই প্রজন্মের তরুণদের সামনের দিকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা মাদককে লাল কার্ড দেখিয়ে দেশ থেকে প্রত্যাখ্যান করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর