• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

টানা কয়েকদিনের ভারি বর্ষেনে ও ভারতীয় পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারীতে ৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠান, আবাদী ফসল ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রাম। বন্যার পানি বেশি হওয়ায় আবাদী প্রায় ২০৩ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। বন্যা কবলিত মানুষের পাশে সরকারি বা বেসরকারি কোন সংস্থা দাড়ায়নি। অনাহারে অর্ধহারে দিন কাটছে অনেক পরিবারে।

মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের টানা ভারি বর্ষণে ও ভারতীয় পাহাড়ি ঢলে রৌমারী ও রাজিবপুর উপজেলায় বন্যার পানিতে চর পাহাড়তলি, ঝাউবাড়ি, বকবান্দা লাঠিয়ালডাঙ্গা, চুলিয়ারচর, বড়াইবাড়ি, বারবান্দা, পূর্ব ইজলামারী, ভুন্দুরচর, চান্দারচর, নওদাপাড়া, ব্যাপারীপাড়া, বোল্লাপাড়া, খাটিয়ামারী, মেলাøারচর, বেহুলারচর, খেতারচর, বড়াইবাড়ি, রতনপুরসহ প্রায় ৩৭ টি গ্রাম পানি বন্দি হয়ে পড়ে। বন্যার পানিতে বিভিন্ন অঞ্চলের কাঁচা-পাঁকা রাস্তা তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

এসব এলাকার মানুষ জীবনের ঝুকি নিয়ে ভাড়া নৌকা বা ভেলা দিয়ে পারাপার হচ্ছে। অপর দিকে চর নতুনবন্দর স্থলবন্দরটিও বন্যার পানিতে তুলিয়ে যাওয়ায় আমাদানী ও রপ্তানী বন্ধ রয়েছে। ৩৭ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। 

বন্যার পানি বৃদ্ধি হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে অনেক শ্রমিক। এভাবে বন্যার পানি বৃদ্ধি হলে প্রতিটি ঘরে ঘরে পানি উঠবে এবং বিপদে পড়বে ওই পরিবারগুলো। শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিতে পারে। এখন পর্যন্ত পানিবন্দি মানুষের কাছে কোন ত্রাণ পৌছেনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চেীধুরী জানান, চলতি বন্যায় আউস ধান ৭৬, পাট ১৫৪, তিল ২৭ ও শাকসবজি ৪৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা প্রণয়ন করে উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বন্যার পানি বৃদ্ধি হওয়ায় ইতোমধ্যে  ৩৭ টি বিদ্যালয় মাঠে পানি উঠেছে। ফলে ওইসব বিদ্যালয়ে আপাদত পাঠদান বন্ধ রাখা হয়েছে, তবে প্রতিষ্ঠান খোলা রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আশলাফুল আলম রাসেল, জানান, বন্যার পরিস্থিতি এখনিও স্বাভাবিক রয়েছে। তবে পানি যদি আরো বৃদ্ধি পায় তাহলে বিপর্যস্ত হয়ে পড়বে খেটে খাওয়া মানুষ। ইতিমধ্যে সরকারি ভাবে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর