• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামে চাচি, চাচাত বোন, মামি, মামাত বোনদের সঙ্গে সাক্ষাৎ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

শরিয়তে যাদের সাথে নিষেধ করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উত্তর। আজকের প্রশ্ন:  যাদের সঙ্গে দেখা দেয়া শরিয়ত নিষেধ করেছে, বিশেষ করে চাচি, মামি, চাচাত বোন, মামাত বোন, শালি, ভাবি- এদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে এদের লাশ দেখা যাবে কি না? অথবা এদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় তাহলে তাদের সেবা করা যাবে কি না? অথবা দেখা সাক্ষাৎ করা যাবে কি না?

 

উত্তর: শরিয়ত যাদের সঙ্গে জীবিত অবস্থায় দেখা করা নিষেধ করেছে তাদেরকে মৃত্যুর পরও দেখা হারাম এবং অসুস্থ হওয়ার পর দেখাও নিষেধ আছে। সুতরাং চাচি, মামি, চাচত বোন প্রভৃতিদেরকে অসুস্থ ও মৃত্যুর পর দেখাও হারাম। অবশ্য প্রয়োজনে পর্দার পুরা পাবন্দি করে কোনো সেবা সম্ভব হলে করা যাবে। (আদ্ দুররুল মুখথার: ৬/৩৭১, বাদায়িয়ুস সানায়ে: ১/৩০৬)।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর