• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেশে আবারো ভিভো ফোনে বিস্ফোরণ, যুবক দগ্ধ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩  

দেশে আবারো ভিভোর মোবাইল ফোন বিস্ফোরণ হয়েছে। এবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মনিরের ভিভো ওয়াই ২২এস (VIVO Y22S) মডেলের একটি হ্যান্ডসেট বিস্ফোরিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে তার প্যান্টের পকেটে থাকা অবস্থায় মোবাইলটিতে বিস্ফোরণ ঘটে। এতে তিনি দগ্ধ হয়েছেন।

মনির জানান, তার ভিভো ফোনটি মাত্র ১৪ দিন আগে কেনা। ভিভোর মতো ব্র্যান্ডের স্মার্টফোন যদি এভাবে বিস্ফোরণ ঘটাতে পারে তাহলে আজকাল স্মার্টফোনগুলো কতটা নিরাপদ।

তিনি বলেন, আমরা সম্ভবত আমাদের হাতে জীবন্ত বোমা ধরে রেখেছি। এটি যেকোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে।

দেশে এ নিয়ে বেশ কয়েকবার ভিভোর ফোন বিস্ফোরণের ঘটনা ঘটল। ভিভো ফোন বাজারজাতকরণের শুরু থেকেই ব্যবহারকারীদের অভিযোগ কিছুক্ষণ ব্যবহারেই প্রচণ্ড গরম হয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে জানা গেছে, গত ৬-৭ মাসে মোবাইল ফোন বিস্ফোরণে আহত ৪-৫ জন এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে একজন মারাও গেছেন। যারা বিস্ফোরণে আহত হয়ে আসেন তাদের প্রায় সবাই মোবাইল ফোন চার্জে দিয়ে কথা বলছিলেন। সেই অবস্থায় বিস্ফোরণ ঘটে। এতে তাদের মুখমণ্ডল, কান ছাড়াও শ্বাসনালী পুড়ে যায়। সবার অবস্থাই গুরুতর।

তথ্যপ্রযুক্তিবিদদের পরামর্শ- ভালো মানের ফোন বা ল্যাপটপ কেনা, ফোন বা ডিভাইস বন্ধ করে চার্জ দেওয়া, চার্জ অবস্থায় ব্যবহার না করা। এছাড়া যদি চার্জ দেওয়া বা ব্যবহারের সময় সাধারণ মাত্রার চেয়ে বেশি উত্তপ্ত হয় তাহলে ব্যবহার বন্ধ করে দ্রুত সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর