• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জি-মেইলের বিকল্প এক্স-মেইল আনছেন ইলন মাস্ক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

ইন্টারভিক্তিক সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সেবা দাতা জিমেইলকে এবার চ্যালেঞ্জ জানালেন প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক। ঘোষণা দিয়েছেন শিগগিরই ই-মেইল সেবা নিয়ে আসার। তার এ ই-মেইল সেবার নাম রাখা হয়েছে এক্স-মেইল। তিনি মনে করছেন, এটি সত্যিই ইমেইলে নতুন যুগের সূচনা ঘটাবে। সম্প্রতি মাইক্র ব্লগিং সাইট- এক্স হ্যান্ডেলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের জেষ্ঠ সদস্য নাথান ম্যাকগ্রেডি একটি টুইট থেকেই এ খবরটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। টুইট করে তিনি জানতে চেয়েছেন, কবে থেকে কার্যকর হবে এক্স-মেইল? যার উত্তরও দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টেসলা কর্ণধার জানান, পরিষেবা দিতে একেবারে প্রস্তুত এক্সমেইল। ইউজাররা যাতে সেরা ই-মেইল পরিষেবা পান, তার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি স্ক্রিনশট। যেখানে দেখা যায়, একজন জি-মেইল ইউজারকে একটি মেইল করা হয়েছে। কি লেখা ছিলো সেখানে? যেখানে বলা হয়েছে, ১ আগস্টের পর বন্ধ হয়ে যাচ্ছে জি-মেইল। ওই তারিখের পর থেকে আর ইমেইল পাঠানো যাবে না। কোনও ই-মেইল ঢুকবেও না। এমন কী স্টোরেজও ফাঁকা হয়ে যাবে। এমন স্ক্রিনশট দেখে লাখ লাখ জিমেইল ইউজারদের কপালে ভাঁজ পড়ে। কিন্তু শুক্রবার সব জল্পনায় অবসান ঘটিয়ে এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে, জি-মেইল এখানে থাকতে এসেছে। অর্থাৎ অদূর ভবিষ্যতে জিমেইল বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। এমতাবস্থায় মাস্কের এক্সমেইলের প্রতি ইউজাররা ঠিক কতখানি আগ্রহ দেখান, এখন সেটাই এখন দেখার বিষয়। এদিকে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্স-মেইল’ নামের ই-মেইল সুবিধা চালুর জন্য কাজ করছে এক্স। এ সুবিধা চালু হলে এক্স অ্যাপ থেকেই দ্রুত ই-মেইল আদান-প্রদান করা যাবে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর জন্য জিমেইল বা অন্য কোনো ই-মেইল সুবিধা ব্যবহার করতে হবে না। ডাটা মার্কেটিং সংস্থা ডিমান্ড সেজ’র তথ্য অনুযায়ী এ বছর পর্যন্ত জি-মেইলের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮০ কোটি। সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট রিহা ফ্রিডম্যান বলেন, এক্সের জি-মেইল সংস্করণ আসার যথেষ্ট সম্ভাবনা আছে এবং এখানে বিশেষ কিছু চমক থাকবে বলেও আশা করা যায়। মূলত মাইক্রো ব্লগিং সাইট এক্সের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপের সব সুবিধা দিতে এক্সে নিয়মিত নতুন সুবিধা চালু করছেন ইলন মাস্ক। এক্স-মেইল তৈরির ঘোষণার পর এক্সজুড়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এক্সের ট্রেন্ডিং টপিকেও নাম উঠে এসেছে এক্স-মেইলের।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর