• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আসামি ছাড়াই চলবে জামিন শুনানির নির্দেশনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষায় কারাবন্দি আসামিদের জামিন শুনানি দিন আদালতে হাজির হতে হবে না বলে নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার দেশের সব নিম্ন আদালতের প্রতি এ নির্দেশনা দেন তিনি।

 

নির্দেশনায় বলা হয়, কোন আসামিকে জামিন শুনানির দিন কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্যকোনভাবে আদালতে হাজির হতে হবে না।

 

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আসামির অনুপস্থিতিতে আইনজীবীর মাধ্যমেই জামিন শুনানি চলবে।

 

তিনি আরো বলেন, করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে বিচারপ্রার্থী,সাধারণ মানুষের স্বার্থে প্রধান বিচারপতি এ সিন্ধান্ত নিয়েছেন।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর