• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শ্রীবরদীতে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

শেরপুরের শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে আবু বক্কর টিপু (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে আবু বক্কর টিপু ও তার ভাতিজা হাবিবুর রহমানের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের বাসিন্দা মৃত ফুল মামুদের ছেলে আবু বক্কর টিপু ও তার ভাই মৃত খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমানের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার সকালে আবু বক্কর বাড়ির পাশে রাস্তায় গেলে হাবিবুর রহমানের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তার ভাতিজা হাবিবুর রহমানের লাঠির আঘাতে আবু বক্কর টিপু আহত হয়। পরে তার পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে বাড়ি নেয়ার পথে আবু বক্কর টিপু মারা যায়। নিহতের পরিবারের দাবি, লাঠির আঘাতে তিনি নিহত হয়েছেন।  

এ ব্যাপারে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নিয়ামত উল্লাহ জানান, নিহত আবু বক্করের স্ত্রী ও তিন মেয়ে সন্তান রয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলে উল্লেখ্য করে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ময়না তদন্তের জন্যে মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ দিলে হত্যা মামলা দায়ের হবে। তবে ঘটনার তদন্ত অব্যাহত। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর