• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ঈদে সরকারি ছুটির সমান ছুটি পাবেন শ্রমিকরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

ঈদের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই তৈরি পোশাকসহ সব শিল্প খাতের শ্রমিকদের বেতন এবং বোনাস পরিশোধ করতে হবে। কোনোভাবেই সরকারি চাকরিজীবীরা ঈদে যে ক’দিন ছুটি পাবেন, তার কম হবে না শ্রমিকদের ছুটি। এ ছাড়া ঈদের আগে এ সময় কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মালিক-শ্রমিক উভয়ের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা ছুটি ঘোষণা করা হবে। এতে বিবেচনায় নিতে হবে শ্রমিকদের যাতায়াতের সুবিধার বিষয়টি।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মাহবুব হোসেন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি আর্দাশির কবির, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক তরিকুল আলম, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর