• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

এবার অঞ্জনাকে বেঈমান বললেন কন্ঠশিল্পি মনির খান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

জীবনমুখী গান উপহার দিয়ে শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের সুনামধন্য সংগীতশিল্পী মনির খান। সংগীত ক্যারিয়ারে চল্লিশের অধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। 

 

পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুরুতে অনেক বেশি কাজ করলেও মাঝে গান থেকে বিরতি নিয়েছিলেন এ শিল্পী। বিরতি কাটিয়ে ফের গানে নিয়মিত হচ্ছেন তিনি। ২০২০ সালের প্রথম দিনেই মনির খান প্রকাশ করলেন নতুন গান ‘অঞ্জনা ২০২০’।

 

‘তোর শরীরে মীর জাফরের রক্ত/ তোর পিতা-মাতা সীমারেরও ভক্ত/ রাজাকারের মতো যে তুই করলি বেঈমানি/ বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি/ দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যে টান/ তবু তোর প্রতি আছে আমার আজও অনেক সম্মান/ লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেঈমান’—এমন গানের কথা লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।

 

গানটি প্রসঙ্গে মনির খান বলেন, দুই বছর বিরতির পর অঞ্জনা সিরিজের গান প্রকাশ করলাম। গানটিতে বেঈমানের প্রতীক হিসেবে রাজাকার, মীর জাফর, সীমার, পাকিস্তানি, রাজাকার, নমরুদ এমন বেশকিছু শব্দ ব্যবহার করা হয়েছে। এটি অঞ্জনাকে নিয়ে মনির খানের ৪৩তম গান। বুধবার গানটি মুক্তি পেয়েছে এমকে মিউজিক২৪-এর ব্যানারে।

 

এদিকে সবশেষ ২০১৮ সালে ‘ঘুম নেই দুটি চোখে’ নামের একক অ্যালবামের কাজ করেছিলেন। ১০টি গান নিয়ে সাজানো হয় অ্যালবামটি। এর সব কটি গান লিখেছেন লিটন শিকদার। সংগীতায়োজন করেছেন কলকাতা প্রবাসী বাংলাদেশের মিউজিক কম্পোজার বিনোদন রায়। গানগুলো নিয়ে নির্মিত মিউজিক ভিডিওগুলো নির্মাণ করেছেন এম আর মিজান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর