• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কলমাকান্দায় ২৯৫ বস্তা ভারতীয় চিনি জব্দ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

নেত্রকোনার কলমাকান্দায় ২৯৫ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারি গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চিনি পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৫ লাখ চৌত্রিশ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনার বারহাট্টা উপজেলার কুটুয়াকান্দা দেউলি গ্রামের শাহিন আলম (২৭), রংপুর সদর উপজেলার পূর্বশালবন খেড়বাড়ী গ্রামের গোলাম হোসেন (৩৩) ও একই গ্রামের রনি মিয়া (২৭)। পুলিশ জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় চিনি আসার গোপন খবরে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভবানীপুর মোড়ে পাকা রাস্তার ওপর অবস্থান নেয় পুলিশ। এ সময় সীমান্তের দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে এতে ২৯৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) অবৈধ চিনি পাওয়ার পর সেগুলো জব্দ করা হয়। এ সময় ট্রাকে থাকা তিন চোরাকারবারিকে আটকের পাশাপাশি ট্রাকটিও জব্দ কর হয়। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর