• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কিশোরগঞ্জের ভৈরব বাজার থেকে ৩ বোতল মদসহ ৪ জন আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

কিশোরগঞ্জের ভৈরব বাজার এলাকা থেকে ০৩ বোতল হুইস্কি’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

 

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদক বিরোধী অভিযানে এলিট ফোর্স র‌্যাব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। মাদকের ভয়াল গ্রাস থেকে দেশ ও যুব সমাজকে রক্ষায় র‌্যাব নিরলস কার্যক্রম পরিচালনা করছে। 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য হুইস্কি সংগ্রহ করে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা’সহ আশেপাশের এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৫/০২/২০২০ ইং তারিখ ২০.৩৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব বাজার ফায়ার সার্ভিস মোড়স্থ মিথিলা ভবনের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১। শুভ (২২), পিতা-চিত্ত রঞ্জন সূত্র, ২। মোঃ রব মিয়া (৩০), পিতা-মৃত আব্দুর রহমান, উভয় সাং-জুসর, থানা-শিবপুর, জেলা-নরসিংদী, ৩। মোঃ শামীম আহাম্মেদ (৪২), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-রাজনগর, ৪। অন্তর মিয়া (২২), পিতা-ফজল মিয়া, সাং-চন্ডিবের (মধ্যপাড়া), উভয় থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ’দেরকে আটক করা হয়। 

 

আটককৃত ব্যক্তিদের নিকট হতে ০৩ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর