• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জনতার লকডাউনে গ্রাম পুলিশ তৎপর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস ঠেকাতে শেরপুরের শ্রীবরদীতে প্রশাসনের নানা প্রচার প্রচারনা আর জনতার লকডাউনে ব্যস্ততা বেড়েছে গ্রাম পুলিশের।  

 

বিশেষ করে উপজেলায় একজন করোনা আক্রান্ত রোগী পাওয়ায় জনতার মধ্যে আতংক ও সচেতনতা দেখা দিয়েছে। পাড়া মহল্লায় চলছে অঘোষিত লকডাউন। এই লকডাউন বাস্তবায়ন, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া ও সন্ধ্যার আগেই সকল দোকানপাট বন্ধ করার দায়িত্ব পালনে হিমশিম খেতে হচ্ছে গ্রাম পুলিশের। বুধবার বিকালে সরেজমিন গেলে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন গ্রাম পুলিশরা। এতে পরিবর্তন ঘটছে উপজেলার চিত্র। 

 

জানা যায়, করোনা ভাইসরাস ঠেকাতে প্রশাসন ও স্থানীয় জনতার উদ্যোগে কয়েকদিন যাবত উপজেলার প্রায় সকল গ্রামের রাস্তাঘাটে বাঁশ দিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করা হচ্ছে। বহিরাগত কোন লোক যাতে গ্রামে ঢুকতে না পারে এ জন্য সড়কগুলোর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোষ্ট। এতে বন্ধ হয়েছে অটো রিক্সাসহ যান বাহন চলাচল। স্থানীয় যুবকরা স্ব-উদ্যোগে এসব সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। এতে উপজেলার প্রায় সর্বত্র চলছে অঘোষিত লকডাউন। 

 

উপজেলার রানীশিমুল ও তাতিহাটি ইউনিয়নের গ্রাম পুলিশরা জানান, তারা সকাল থেকে কাজ করে যাচ্ছেন। গ্রামের দোকানপাট গুলোতে গ্রাহক ও দোকান মালিককে করোনা ভাইরাস ঠেকাতে নানা পরামর্শ দিচ্ছেন। এছাড়াও প্রশাসনের নানা কার্যক্রমেও তারা সক্রিয় ভূমিকা পালন করছেন। এমনকি স্থানীয় জনতার অঘোষিত লকডাউনে যানবাহন চলাচল বন্ধ করতেও তাদেরকে দেখা যাচ্ছে সক্রিয় ভূমিকা। ফলে তাতিহাটি ও রানীশিমুল ইউনিয়নে সন্ধ্যার আগে বন্ধ হয় প্রায় সকল দোকানপাট। 

 

তাতিহাটি ইউনিয়ন গ্রাম পুলিশের দফাদার নারায়ন চন্দ্র বলেন, অনেকে আমাদের কথা শোনতে চায় না। আমরা নানা পরামর্শ দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এতে গ্রামের লোকজনের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। 

 

রানীশিমুল ইউনিয়ন গ্রাম পুলিশের দফার কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে গ্রাম পর্যায়ে প্রশাসনের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে আমরা সব সময় দায়িত্ব পালন করে যাচ্ছি । জীবনের ঝুঁকি নিয়ে লোকজনের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দিনরাত পরিশ্রম করছি। আমরা চাই যাতে এ যুদ্ধে জয়ী হতে পারি। গ্রাম পুলিশের এমন কার্যক্রমে প্রশংসা করছেন স্থানীয় সচেতন মানুষরা।    

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর