• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

“জাতিসংঘে দেয়া শেখ মুজিবের সেই বার্তা এখনো প্রাসঙ্গিক”

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে টুইট করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে প্রথমবার বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু। সেই ভাষণের প্রশংসা করে টুইটটি করেছেন মিয়া সেপ্পো।  

টুইটারে মিয়া সেপ্পো লিখেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে বাংলাদেশ। আমরা জাতিসংঘে দেয়া তার বক্তৃতা স্মরণ করছি। তিনি সমান অধিকার, বিশ্ব শান্তি ও সবার জন্য এবং সর্বত্র ন্যায়বিচারের প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেছিলেন। ১৯৭৪ সালের তার সেই বার্তা তখন যেমন প্রাসঙ্গিক ছিল, আজও একইরকমভাবে প্রাসঙ্গিক।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর