• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে ১৪৭৮ পরিবারকে ঘর প্রদান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

মুজিব বর্ষ উপলক্ষে জামালপুরের ৭টি উপজেলার ১৪৭৮টি পরিবারকে পুনর্বাসনের  আওতায় আনা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রতিটি ঘর নির্মাণের ব্যায় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। 

 

প্রতিটি ঘর নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার টাকা। এতে সর্বমোট ব্যায় ধরা হয়েছে ২৫ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকা। 

 

ইতোমধ্যেই খাস জমি বন্দোবস্ত, কবুলিয়ত দলিল সম্পাদনসহ সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২১ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। 

 

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ জামালপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় সাংসদ, মন্ত্রী-প্রতিমন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে সুবিধাভোগিদের কাছে হস্তান্তর করবে বলে জানানো হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর