• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে ৬ আসামীর আদালতে আত্মসমর্পন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০  

জামালপুরে ভাতিজা মোমিন হত্যা মামলার মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত চাচাসহ ৬জন আদালতে আত্মসমর্পন করেছে। ১৩ সেপ্টেম্বর দুপুরে তারা জামালপুর আদালতে আত্মসমর্পন করেন। আত্মসমর্পনকারিরা হলো চাচা আনছার আলী প্রমানিক, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর ৫ আসামী কলম প্রমানিক, শাহীন, সাইদুল, শাইবানু, শাবজান।

 

 ৯ সেপ্টেম্বর আসামীদের অনুপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন আদালত রায় ঘোষণা করেন। মামলার আরজিতে প্রকাশ, ২০০৭ সালে সদর উপজেলার কুমারগাতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা মোমিনকে হত্যা করা হয়। 

 

নিহতের পিতা রইচ উদ্দিন বাদি হয়ে ৬জনকে আসামী করে মামলা দায়ের করেন। আত্মসমর্পনকারিরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। আত্মসমর্পনের পর বিজ্ঞ আদালত তাদেরকে করাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন পিপি নির্মল কান্তি ভদ্র।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর