• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মির্জাপুরে কাগজপত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করছে বিএনপি নেতা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কোন অনুমতি ছাড়াই দুুটি ইট ভাটা পরিচালনা করে আসছেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সদস্য ফিরুজ হায়দার খান। এ অপরাধে তার ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৯ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার গোড়াই ইউনিয়নের মমিননগর এলাকায় মেসার্স ফিরুজ বিক্স ম্যানুফ্যাকচারাস ও মেসার্স আদর আপন বিক্সের মালিক টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি ফিরুজ হায়দার খানের দুই ইট ভাটাকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে এই জরিমানা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর