• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেশে পৌঁছেছে মেট্রোরেলের ৬টি কোচ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

মেট্রোরেলের ছয়টি কোচের প্রথম চালান মংলা বন্দরে এসে পৌঁছেছে। জাপানের কোবে বন্দর থেকে ট্রেনটি নিয়ে আসা জাহাজ এমভি এসপিএম ব্যাংকক এখন মোংলা বন্দরের প্রবেশের অপেক্ষায় রয়েছে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কো. লিমিটেডের মহাব্যবস্থাপক ওহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওহিদুজ্জামান বলেন, জাপানের কোবে বন্দর থেকে ৬টি কোচ নিয়ে জাহাজ ‘এমভি এসপিএম ব্যাংকক’ এখন মোংলা বন্দরে ভিড়ার অপেক্ষায় রয়েছে। পুরোপুরিভাবে মোংলা বন্দরের জেটিতে ভেড়ার পরে বন্দরের ৯ নম্বর ইয়ার্ডে কোচগুলো খালাস হবে।

জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড মেট্রোরেলের জন্য কোচগুলো তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গত ৪ মার্চ মেট্রোরেলের কোচ নিয়ে জাপানের কোবে বন্দর থেকে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর