• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে লকডাউন কার্যকরে পুলিশের অভিযান, মাস্ক বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে অভিযান করেছে মডেল থানার পুলিশ। ৫ এপ্রিল দুপুরে দেওয়ানগঞ্জ পৌর বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে অভিযান ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকা সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ দ্বিতীয় ধাপে বৃদ্ধি থাকার ফলে দেশে সাতদিনের লকডাউন ঘোষণা করেন সরকার। লকডাউন অব্যাহত রাখতে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ করে দেন পুলিশ প্রশাসন। অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল, মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, এসআই কামরুজ্জামান, এসআই জসিম উদ্দিন, এসআই খালিদ মাসুদসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সগণ।

মডেল থানার ওসি মহব্বত কবীর জানান, লকডাউনে প্রথম দিন যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। পরবর্তীতে সময় ঘোষিত দোকানপার্ট ও যানবাহন চলাচল করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর