• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে করোনার ঝুঁকি এড়াতে তৎপর ইউএনও

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস প্রতিরোধে সংক্রমণ থেকে বাঁচতে সরকারি নির্দেশনা মতে প্রতিনিয়ত কাজ করছেন বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। আইন প্রয়োগকারী সংস্থার সহযোগীতায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে করোনা পরিস্থিতি সামাল দিতে দিন রাত পথে প্রান্তরে ঘুরে সতর্কতা ও সচেতনতামূলক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। 

 

সামাজিক নিরাপত্তা দুরত্ব নিশ্চিত করতে বিভিন্ন হাট-বাজারের আড্ডায় অভিযান পরিচালনা করছেন। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রতিদিন মাইকিং করে সতর্কতা ও সচেতনতা মূলক প্রচারণাও চলমান রেখেছেন। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রবাসিদের বাড়িতে লাল নিশান উড়িয়ে দিয়েছেন। এছাড়া  উপজেলায় ১২টি কোয়ারেন্টাইন স্থাপন করেছেন। 

 

এলাকার কর্মহীন মানুষের মাঝে খাবার সামগ্রী, মাস্ক, সাবান, বিøচিং পাউডার সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছেন। করোনায় মৃতু ব্যক্তিদের দাফন সম্পন্ন করার জন্য কমিটি গঠন করেছেন। 

 

বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে শুধু মাত্র ঔষধের দোকান ছাড়া সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ব্যবস্থা করেছেন। বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বাজার মনিটরিং করছেন।   এছাড়াও করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সামাজিক প্রচারণা সহ স্বল্প আয়ের মানুষের কাছে সরকারের খাদ্য সামগ্রী পৌছে দেয়ার মতো মহতী কাজ করে চলেছেন তিনি।

 

তিনি জনগণ ও প্রশাসনের সেতুবন্ধন ও করোনা মোকাবেলায় মাঠে থেকে তিনি নিরলস ভাবে কাজ করছেন। মাঠ পর্যায়ে জনগণের বাড়ি বাড়ি যেয়ে মানুষকে সচেতন করা এবং বাজার মনিটরিং সহ তার সকল কর্মকান্ড ইতোমধ্যে এলাকাবাসির প্রশংসা কুড়িয়েছেন। 

 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, সরকারি নির্দেশনার আলোকে ও করোনা ভাইরাস প্রতিরোধে ওষুধদের দোকান ছাড়া গণপরিবহন থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো স্থানে জনসমাগম না করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। জনসচেতনতা সৃষ্টিতে অভিযান চলমান থাকবে। করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সব ধরণের পদক্ষেপ অব্যাহত রয়েছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর