• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ফেনীতে ১ হাজার হতদরিদ্র মানুষ পেলো ইফতার ও ঈদ সামগ্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় রাধানগর ইউনিয়নের ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে সুলতান আহম্মদ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে রাধানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের কর্নধার ও সুলতান আহম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। এ সময় বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম. মোস্তফা, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক আলমগীর ভূঁইয়া রনি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি রেজাউল কবির চৌধুরী কবির, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ফরায়েজী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন রিয়াদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা স্থানীয় মানুষদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। জানা গেছে, ফাউন্ডেশনটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার নিজ উপজেলার সব ইউনিয়নের মানুষদের রমজানের উপহার হিসেবে এ ইফতার ও ঈদ সামগ্রী দিয়েছেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাধানগর ইউনিয়নে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মিজানুর রহমান মজুমদার বলেন, ঐতিহ্য রক্ষায় সামর্থ্য অনুযায়ী পরিবার থেকে এ কাজ চলমান রয়েছে। ক্রমান্বয়ে উপজেলার সব ইউনিয়নে অসহায়-দরিদ্রদের এই সামগ্রী পৌছে দেয়া হবে। রমজানে ২০ হাজার মানুষকে ইফতার সামগ্রী ও ঈদের নতুন কাপড় দেয়া হচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর