• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে দুস্থ প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের ডিজিটাল ক্লাসরুম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে মালিরচর মৌলভীপাড়ায় অবস্থিত দুস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে। 

উক্ত প্রশিক্ষণ কেন্দ্র্রের উদ্যোগে ১১ জুলাই শনিবার দুুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ও করোনার প্রভাবে ক্ষতি পুষিয়ে নিতে দুস্থ প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের সহযোগিতায় ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়। 

এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি শামসুর রহমান, পরিচালক খাইরুল ইসলাম, প্রধান শিক্ষিকা লালমনি আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর