• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে অর্ধশত গাছ কেটে ফেলার অভিযোগ!

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে অর্ধশত কাঠের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এসময় বাধা দিতে গেলে গাছ বাগানের মালিক আবু ছাইদ ও তার ছেলেকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করেছে প্রভাবশালী প্রতিপক্ষরা। 

 

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও মাদ্রাসাবাড়ী গ্রামে। 

বীরগাঁও গ্রামের মাদ্রাসাবাড়ী গ্রামের আবু ছাইদ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ইয়ানুছ মন্ডলের ছেলে দুলাল মিয়া, দেলুয়ার হোসেন সহ তাদের লোকজন বৃহস্পতিবার পরিকল্পিতভাবে আবু ছাইদের কাঠের বাগান কাটতে শুরু করে। এক পর্যায়ে ৫০ টি কাঠের গাছ কেটে ফেল তারা।

 

নিজের জমির গাছ কাটতে এ সময় বাঁধা দিতে গেলে দুুলাল মিয়া ও তার লোকজন আবু ছাইদ, তার ছেলে জিহাদ মিয়া ও ফরিদা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পেটায়। এর ফলে ভিকটিমরা মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

 

আহত আবু ছাইদ ও তার পরিবার প্রভাবশালী দুলাল মন্ডল ও দেলুয়ার মন্ডলকে গ্রেপ্তারের জানিয়েছেন। 

 

স্থানীয় এলাকাবাসীও ওই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিরীহ পরিবারকে আহত করার ঘটনায় বিচার দাবি করেছেন এলাকাবাসী।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর