• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রত্যয় নিয়ে ২১ মার্চ সকালে মাঠে নামেন জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ।

করোনা মোকাবেলায় জেলার সর্বস্তরের মানুষদের সচেতন করার লক্ষ্য নিয়ে ২১ মার্চ বেলা ১১টার দিকে পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে তার কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। শোভযাত্রা শেষে শহরের ফৌজদারি মোড়ে প্রধান সড়কে স্বাস্থ্যবিধি মেনে পথসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

এ সময় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, সারাদেশে করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে। যার যার অবস্থান থেকে মাস্কপরাসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চললে অবশ্যই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহা পুলিশ পরিদর্শক বেনজির আহমেদের সার্বিক দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে আজ থেকে সারাদেশে মাস্ক বিতরণ ও মাস্কপরা নিশ্চিতকরাসহ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। জামালপুর সদরসহ জেলার প্রত্যেকটি থানায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। করোনা মোকাবেলায় মাস্কের কোন বিকল্প নেই। যারা করোনার টিকা নিচ্ছেন তাদেরকেও মাস্ক পরতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে।

পরে পুলিশ সুপার পথসভাস্থল ফৌজদারি মোড়ে পথচারী সাধারণ মানুষ, যানবাহনের যাত্রী ও চালকদের অনেকের মুখে মাস্ক পরিয়ে দিয়ে করোনা থেকে সুরক্ষা পাওয়ার জন্য নিজেদের সচেতন হওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি বেশকিছু যানবাহনে ‘মাস্ক পরিধান করুন, করোনা থেকে বাঁচুন’ লেখা স্টিকার লাগিয়ে দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর