• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে বিকাশের টাকা ছিনতাই নাটক, গ্রেপ্তার-৩

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

জামালপুরের মেলান্দহে বিকাশ কর্মচারির কাছ থেকে প্রায় ২২ লাখ টাকা ছিনতাই নাটকের মূলহোতাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-বিকাশ কর্মচারি জামালপুর ছনকান্দা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রিয়াজ মুর্শেদ আলী দিপু (৩০), শাহ আলমের ছেলে জসিম উদ্দিন (৩২) এবং মীর হোসেনের ছেলে সুমন আহমেদ (২৮)। 

 

হাজরাবাড়ি এলাকার বিকাশ এজেন্ট শাহ্জাহান জানান-১২ জানুয়ারি দুপুরে জামালপুর থেকে হাজরাবাড়ি যাবার পথে মুদি বাড়ি এলাকায় পৌঁছলে দুই জন মুখোশধারি টাকা ছিনতাই করে বলে লোকমুখে শুনেছি। ঘটনাটি থানা পর্যন্ত গড়ালে প্রকৃত ঘটনা প্রকাশ পায়। 

 

অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-বিকাশ কর্মচারি দিপুর কথায় সন্দেহ জাগে। রাতেই দিপুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবা করলে সব তথ্য বেরিয়ে আসে। ১৩ জানুয়ারি ভোরে অভিযান চালিয়ে বাকি দুইজনকে নিজবাড়ি ছনকান্দা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী টাকাও উদ্ধার করা হয়। তিনি আরো জানান-বিকাশের কর্মচারি দিপুসহ গ্রেপ্তারকৃতরা ছিনতাই নাটক সাজিয়ে টাকা হাতিয়ে নেয়ার চক্রান্তের জাল বিস্তার করেছিল। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর