• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

স্বস্তির বৃষ্টি পেল টাঙ্গাইলবাসী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

দীর্ঘ সময় ধরে দেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তীব্র তাপদাহ। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস। এক পশলা বৃষ্টির অপেক্ষায় ছিল সবাই। 

ইতোমধ্যে প্রতিদিনই বেড়েছে দেশের তাপমাত্রা। পারদ মিটার কয়েকবার পৌঁছেছে রেকর্ড উচ্চতায়।গত কয়েক দিনের প্রচণ্ড গরমে অসহ্য পরিস্থিতিতে পড়েছে মানুষজন। 

দেশের একাধিক অঞ্চলে দেখা দিয়েছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। ঘন ঘন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির সম্ভাবনা খুঁজতে দেখা যায় অনেককে।
 
এরই মধ্যে খুঁজির খবর পাওয়া গেল টাঙ্গেইলে। হালকা ঝোড়ো বাতাসসহ বজ্রবৃষ্টির দেখা পেয়েছে টাঙ্গাইলবাসী।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে টাঙ্গাইলে বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে ।স্বস্তির এই বৃষ্টিতে কিছু সময়ের জন্য শীতল হয় জনজীবন। তবে বজ্রপাতে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু বজ্রপাতের সম্ভবনায় শহরের বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর