• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড কেন নয়? জানতে চায় হাইকোর্ট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

শিশু ধর্ষণকারীকে কেন মৃত্যুদণ্ড দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

আজ ১৯ জানুয়ারী রোববার সকালে ধর্ষণ নিয়ে এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

 

এছাড়া জাতীয় সংসদে গেল সপ্তাহে ধর্ষণের শাস্তি হিসেবে ক্রসফায়ার চেয়ে, যে আলোচনা হয়েছে তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

 

এদিকে, ধর্ষণ-যৌন নির্যাতন বন্ধে স্বয়ংক্রিয় প্রতিরক্ষামূলক যন্ত্র, এন্টি রেইপ ডিভাইস সরবরাহ করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। জানান, আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে এই কমিটি।

 

আইসিটি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এই কমিটিতে একজন বিশেষজ্ঞ অধ্যাপক রাখতে বলা হয়েছে। একইসঙ্গে নারীদেরকে ধর্ষণ ও যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর