• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে দাদার প্রেমে-নাতনীর আত্মহত্যার চেষ্টা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

জামালপুরের সরিষাবাড়িতে দাদা-নাতনীর প্রেমকাহিনী এলাকায় চাউর হয়েছে। ঘটনাটি জানাজানি হবার পারিবারিক চাপ সৃষ্টি হয়। এতে দাদার প্রেম দিওয়ানা  নাতনী ফাঁসিতে ঝুলে আত্মহতার চেষ্টার ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আত্মহত্যার চেষ্টাকারী নাতনী দশম শ্রেণির ছাত্রী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তার সানোয়ার হোসেনের কাছে চিকিৎসা করানো হয়েছে। নাতনীর প্রেমকাহিনীতে দাদা শিহাব উদ্দিন (৫৫) তোপের মুখে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, পঞ্চাশি গ্রামের সাইদ হাসানের পিতার চাচা শিহাব উদ্দিন ও দশম শ্রেণীর নাতনির মধ্যে প্রেমের সম্পর্কের ঘটনাটি শিহাবের পুত্রবধূর দৃষ্টিগোচর হয়। 

 

এ নিয়ে উভয় পরিবারের মধ্যে কলহ চলছিল। একপর্যায়ে মিম আক্তার দাদা শিহাবকে বিয়ে করতে চায়। একদিকে অসম প্রেম। অপরদিকে বাল্যবিয়েতে কোনপরিবারই রাজ্জি হচ্ছিল না। এতে সোমবার সকাল ১০টার দিকে অভিমান করে নাতনি নিজঘরের দরজা আটকিয়ে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

 

বিষয়টি বাড়ির লোকজনের নজরে পড়লে চিল্লাচিল্লি শুরু হয়। তাৎক্ষণিকভাবে প্রতিবেশিরা ঘরের ভেতর থেকে নাতনিকে উদ্ধার শেষে দ্রুত স্থানীয় চিকিৎসক সানোয়ার হোসেনের কাছে নিয়ে যায়। দুইদিন চিকিৎসার পর সে সুস্থ হয়।

 

 ঘটনা উভয় পরিবার অস্বীকার করলেও এলাকায় ব্যাপক মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে এ নিয়ে সমঝোতা বৈঠকের পর মেয়েকে ঢাকায় এক আত্মীয়ের বাসায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পল্লিচিকিৎসক সানোয়ার হোসেন জানান, বদি মিয়া নামে একজন এসে আমাকে মেয়েটির ফাঁসি দেয়ার কথা বলে। তার অনুরোধে আমি নিয়ম ভঙ্গ করেও সেখানে গিয়ে মেয়েটির প্রাথমিক চিকিৎসা দেই। বর্তমানে মেয়েটি সুস্থ্য আছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর