• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সানন্দবাড়ীতে একদিকে করোনা, আরেকদিকে ভূট্টা মারাই উৎসব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

জামালপুর  দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের এক প্রান্তিক চাষি পরিবারে চলছে মেশিনে ভূট্টা মাড়াই এর মহা উৎসব। 

 

মেশিনের মুখে কেউ ভূট্টা এনে ঢেলে দিচ্ছে কেউ আবার সেগুলো রোদে শুকাতে  ছড়িয়ে দিচ্ছে। বউ ছেলে মেয়ে নিয়ে কাজ করছে আর চার পাশে ছোট ছোট শিশুরা দাঁড়িয়ে যেন বায়োস্কোপ দেখছে। ধূলাবালি নাকে মুখে যাচ্ছে আর হাঁচি দিচ্ছে শিশুরা। 

 

সরেজমিনে চাষিদের খোঁজখবর নিতে গিয়ে দেখা এমন দৃশ্য। চাষী শফিকুল ইসলাম কাত্তে এক খন্ড জমিতে সে ভূট্টা চাষ করেছে। বাড়তি শ্রমিক নেবার টাকা না থাকায় স্বপরিবারেই কাজ করছে। তার দাবি তার কিছুই হবে না। করোনা ভাইরাস কিছু না। আল্লাহ দেখেনা আমরা কি অবস্থায় আছি। পেট চলবে কেমনে। বছরে একবার ফসল আসে তা যদি ঘরে তুলতে না পারি সারা বছর খাবো কি। গ্রামের চাষিদের এমন ঘটনা একটা না শুধ,ু শতশত চাষিরা এভাবেই কাজ করছে দিনের পরদিন। তাদের ভেতরে করোনা ভাইরাসের কোন লক্ষণ দেখা যায়নি। 

 

এ বিষয়ে জানতে চাইলে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ইউএইচ এফপিও) আবু আহম্মেদ শাফী বলেনÑ এই ধরনের ধূলাবালি থেকে হাঁচি কাশি হতে পারে । যা শিশুদের জন্য এই সময় খুবই ভয়ের কারন । তাই সবাইকে সাবধান ও সচেতন হতে হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর